Monday, October 24, 2022

দীপাবলি

 একটা দহন বয়ে চলে

দীপের আলো এই কালে

কখন যুগ পেরিয়ে দেশ সীমানায়

আকাশের শেষ কিনারায়

আগুন আর আলো এক অপরিসীম গতি ধারন করেছে

শিকল ছিড়ে  Acromagelia তে ‌আলোর শরীর ধরেছে

সেই শরীরে রয়েছে Nostradamus এর ঝলকানি

কত লাল, নীলের, কালো, সাদার দহন আর হাতছানি

একটা এমন দীপাবলি দাও

যেমন কাল, পায়ের বোঝা চাপাও

কোন অন্য এক গোলাকার চাপে

ফেটে পড়ল তারারা , আলোর তাপে

ঝরে গেল সময়, কালো পা

মনের অগোচরে সবাই ঝাপসা , ঝাপা

Nostradamus দিপাবলির দিনে

বসে আছে এখানে ওখানে


একটা ঘরের চাবি নিয়ে


জালালাম আলো সেই দিয়ে


শেষ হল দীপাবলি 


ঝরে যাওয়া তারারা উড়তে চেয়ে বলল -"এবার চলি"




No comments:

Post a Comment