ঠিক কোন সময় একটা স্মৃতির মৃত্যু হয়?
যখন শব্দগুলো রূপক হারায়।
ঠিক কোন সময় একটা স্মৃতির মৃত্যু হয়?
যখন আমাদের মর্মস্থলে হাত হাতড়ায়।
স্মৃতির মৃত্যু ঠিক কখন হয়?
যখন লেগে থাকা কাঁটা আর তার রক্তময়।
বয়ে যায় রক্ত নালায় নালায়,
নতুন শিশু শুধুই মৃত্যুর পাঞ্জায়।
ঠিক কোন সময় একটা স্মৃতির মৃত্যু হয়?
যখন টাঙিয়ে রাখা পাঞ্জাবিতে চুল পাওয়া না যায়।
ঠিক কোন সময় একটা স্মৃতির মৃত্যু হয়?
যখন লক্ষ্য কোটি বছর পর সূর্য নিভে যায়।
তখন এক ঠান্ডা চাঁদ আর কয়লা পৃথিবী,
সব শব্দ কয়লাময় জীবন প্রতিচ্ছবি।
হঠাৎ কিছু শব্দ আসে,
বলে,
স্মৃতির মৃত্যু ঘটছে আসে পাশে।
তারপর তাঁরা হয়ে ওঠে আগুন,
সূর্য জ্বলে ওঠে শতগুণ।
সে জেগে ওঠে চোরাবালি থেকে,
মৃত স্মৃতি বাঁচে মগজের ফাঁকে।
ঠিক তখনই এক স্মৃতির জন্ম,
মৃত্যু কাঁটা পেড়িয়ে বাচাই তার ধর্ম কর্ম।
শুভ অষ্টমী
11/10/2024
১১/১০/২০২৪
No comments:
Post a Comment