Shubho Oshtomi
এক অষ্ট ধাতু দিয়ে
গড়েছিলাম শান্তি সম
নিশীথ তীব্র তম
লুসি বলেছিল
ট্রেন না ধাতু
কোনটা বেশী ফালতু
আমি বলেছিলাম চামড়াটা
কি শান্ত সেই হাটা
ছুঁয়ে ফেলার পরে ও
কত ঋজু ও যেন
কাল ভৈরবের আদলে
রেকাবি মায়া আসলে
শুধুই কি মানুষ
না আমাদের ধনুষ
কাকে তাক করে আছে
যে দুরে সে তো কাছে
এক অনিবার্যতায় কে কাদতো
শান্ত ধাতু আর যে ভাবতো।
আনন্দজিত
No comments:
Post a Comment