Saturday, November 30, 2024

কনভোকেশন

 কালো টুপিটা তে ওকে বেশ মানায় 

কেন ওটা তো আজকে ওড়ায় 

কে বলল তাঁকে ওড়ায় না উড়িয়ে দেয় 

আজ আর তারা নয় বন্দি 

চিত্ত ভয় শূন্য বিনা ফন্দি 

এক অচিন পাখির উড়ানে 

ছড়িয়ে পড়বে তারা সমগ্র প্রাঙ্গণে 

আজ ওদের দিন আমাদের শুধু দেখার

দেখতে গিয়ে বার বার বোঝার 

কি দরকার এই যুগে সাপের 

বেজি খেলা সেই মাপের 

যার মেয়াদ ছিল কিছু সময়

আগে থেকেই সেই খেলা আর নয় 

জঙ্গলের মাঝে পড়ে গিয়ে

ওরা উঠে পড়েছে আজ টুপি নিয়ে

একটা কালো টুপি 

ওটা ওদের সত্যি খুব মানায় 

জানিনা এটা কে বা কারা বানায়।