Tuesday, July 22, 2025

কলমের নালিশ

 অথচ কলম দোয়াত পেলে

হিংসে হেসে ওঠে খিলখিলিয়ে

দেরি করে যারা এসেছে,

 ইচ্ছে করে ভালবাসি পাছে

যাদবপুর স্টেশন এ একটা ট্রেন 

 মাঝে মাঝে 

লেট করে 

স্টেশন মাস্টার আর যাত্রী 

সারা দিন রাত্রি 

একটা নালিশের খাতা তুলে রাখে

পুরো খাতা টা একটা লাইনে ভরে থাকে

ট্রেন গুলো কেন দেরি করে আসে 

আত্মঘাতী রক্তাত্ব স্টেশন লাইন হাসে 

বলে ওরা দেরি করে আসে 

যাতে আমরা ওদের ভালবাসে

কলম খুঁজে বেড়াই 

আর কি, ব্যাস তারপর পালাই" - আনন্দজিৎ গোস্বামী, ২২ শে জুলাই, ২০২৫।