Friday, May 28, 2021

চাঁদের ছাদ

চাঁদ যখন হবে ছাদ

তখন শেষ হয় অবশেষ

শেষের থাকে শুরুর অভিমান 

রাতের বিছানা তার অভিধান

এক পলকে নিভিয়ে সে

বলতে চায় তার দেশে

কত শব্দ কত মান

দেশের পটে শুধুই ‌খানখান

 আমি থাকবো তোমার চাঁদের চোখে

মাপব রাতের দেশকে তোমার 
নিরিখে

সেই চাঁদ আর ছাদের ভাষা তুমি

তোমার অভিমানের অভিধান আমার জন্মভূমি